ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

মুক্ত হাওয়া পেতে ইমার্জেন্সি দরজা খুলে দিলেন বিমানের যাত্রী!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬  
আপডেট :
 ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০০

মুক্ত হাওয়া পেতে বিমান যাত্রীর কাণ্ড

উড়োজাহাজে নানান সময় নানান ধরনের অদ্ভুদ সব কাণ্ড ঘটতে দেখা গেছে। এবার এ ধরণেরই এক ঘটলো আরেকবার। জিয়ামেন এয়ারলাইনসের একজন নারী যাত্রী মুক্ত হাওয়া পেতে ইমার্জেন্সি দরজা খুলে দেন। আর এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েন ফ্লাইটের অন্য যাত্রী ও কেবিন ক্রুরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় চীনের উহান থেকে লানজো শহরে যাচ্ছিলো ফ্লাইটটি। নিজের আসনে বসার পরই পরিবেশ গুমোট লাগছিলো ওই যাত্রীর। তার মনে হচ্ছিল, আলো-বাতাস ভালোভাবে আসার পথ নেই বিমানে! এ কারণে মুক্ত হাওয়া খুঁজছিলেন তিনি।

তাই সব যাত্রী উঠে যাওয়ার পর চীনের বেসরকারি এই বিমান সংস্থার ফ্লাইটের ইমার্জেন্সি দরজা খোলার সিদ্ধান্ত নেন ওই নারী। তবে পাশের যাত্রী তাকে সাবধান করেন। কিন্তু কে শোনে কার কথা! ঠিকই তিনি দরজা খুলে দেন।

শেষ পর্যন্ত নারী যাত্রীকে থানায় পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়ন করে। তার অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে একঘণ্টারও বেশি সময় ফ্লাইট বিলম্ব হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত