ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সৌদির টুরিস্ট ভিসার তালিকায় নেই বাংলাদেশ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৩  
আপডেট :
 ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৬

সৌদির টুরিস্ট ভিসার তালিকায় নেই বাংলাদেশ

সম্প্রতি দুটি তেল স্থাপনায় ড্রোন হামলার পর দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে সৌদি আরব। প্রথমবারের মতো টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। এরই মধ্যে দেশটি ৪৯টি রাষ্ট্রকে টুরিস্ট ভিসা দিতে যাচ্ছে। তবে এ তালিকায় নেই বাংলাদেশের নাম।

শুক্রবার সৌদি কমিশন ফর ট্যুরিজম এন্ড ন্যাশনাল হেরিটেজ (এসটিসিএইচ) বিভাগের চেয়ারম্যান আহমদ আল খাতিব এক ঘোষণায় বলেন, ৪৯টি দেশের পর্যটকরা সৌদিতে ভ্রমণের সুযোগ পাবে। আবেদন করার মাত্র ৭ মিনিটের মধ্যে তারা এক বছরের টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। সৌদিতে তারা এক নাগাড়ে সর্বোচ্চ ৯০ দিন থাকার সুযোগ পাবেন। তবে তারা চাইলে ভিসার মেয়াদ থাকা অবস্থায় একাধিকবার সৌদিতে ভ্রমণের সুযোগ পাবেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ৪৯ দেশের নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে- যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, রাশিয়া, কাজাখস্তান, ব্রুনেই, দক্ষিণ কোরিয়া, জাপান, স্পেন, নিউজিল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, সাইপ্রাস, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, অ্যান্ডোরা, ডেনমার্ক, জার্মানি, এস্তোনিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, ইতালি, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, লিথুনিয়া, লিচেনস্টেইন, মোনাকো, গ্রিস, আইসল্যান্ড, মালটা, পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, লাটভিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, মন্টেনেগ্রো, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, সান মারিনো, ইউক্রেন, পর্তুগাল, তাইওয়ান, ম্যাকাউ, চীন এবং হংকং।

এদিকে খতিবের বরাতে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ৪৯টি দেশের নাগরিকেরা শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকেই সৌদি আরবে যাওয়ার জন্য অনলাইনে টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন।

খতিব বলেন, বিদেশি নারীদের জন্য পোশাকের কঠোর নীতি সৌদি আরবের সরকার শিথিল করবে । সৌদি নারীদের জন্য বাধ্যতামূলক পুরো শরীর ঢাকা আবায়া ছাড়াও তারা ঘুরতে পারবেন। তবে তাদের ‘মার্জিত পোশাক’ পরতে হবে।

সৌদি আরবে কেবল প্রবাসী শ্রমিকদের প্রবেশাধিকার আছে। এ ছাড়া মক্কা এবং মদিনার পবিত্র স্থানগুলো মুসলিমদের জন্যই সীমিত করা ছিলো। বিশ্ব পর্যটন দিবসে সৌদি আরবে টুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্তটি ভ্রমণপিপাসুদের জন্য খুশির খবরই বটে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত