ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

কাশ্মীর নিয়ে কথাই উঠল না মোদি-শি বৈঠকে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১০:৫৯

কাশ্মীর নিয়ে কথাই উঠল না মোদি-শি বৈঠকে

কাশ্মীরের ছায়া পড়ল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘরোয়া বৈঠকে।

তামিলনাড়ুর মমল্লপুরমের সমুদ্র সৈকতের কাছে একটি রিসর্টে ‌বৈঠকের শেষে ভারত ও চীনের দুই নেতার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বে সন্ত্রাসবাদ দমনে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে।

দুই দেশের নেতারা ঠিক করেছেন বাণিজ্য, বিনিয়োগ আর পরিষেবার ক্ষেত্রে আলোচনা চালাতে নতুন ব্যবস্থা তৈরি করা হবে। তাছাড়া যোগাযোগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদার করার ওপরেও জোর দিয়েছেন শি–মোদি।

শি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় মোদির কথা উদ্ধৃতি দিয়ে বলেন, তাঁরা দুজন ‘‌বন্ধুর মতো মন খুলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে’‌ আলোচনা করেছেন।

মোদি বলেন, ‘উহানের শীর্ষ সম্মেলন ভারত ও চীনের পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ককে জোরদার করতে বড় ভূমিকা নিয়েছিল। আর চেন্নাইয়ের এই বৈঠকে দুই দেশই পারস্পরিক সম্পর্কে একটি নতুন যুগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত