ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বিশ্ব ক্ষুধা সূচকের তলানিতে ভারত, পাকিস্তানের চেয়েও পিছিয়ে

বিশ্ব ক্ষুধা সূচকের তলানিতে ভারত

নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে বরাবরই আত্মতৃপ্তিতে ভোগেন ভারতীয় শাসকরা। এ নিয়ে তারা প্রায়ই প্রতিবেশী পাকিস্তানকে কটাক্ষ করে থাকে। অথচ চলতি বছরের বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তানের নিচে নেমে এসেছে পড়েছে নয়াদিল্লি।

বিশ্বের ক্ষুধা সূচকে (ওয়ার্ল্ড হ্যাঙ্গার ইডেক্স) ১১৭ দেশের তালিকায় ভারতের অবস্থান ১০২য়ে। অর্থাৎ তালিকায় ভারতের থেকে পিছিয়ে রয়েছে বিশ্বের মাত্র ১৫টি দেশ। ফলে শুধু পাকিস্তান নয়, প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এমনকি বহুল জনসংখ্যার দেশ চীনের চেয়েও খারাপ অবস্থা ভারতের।

অপুষ্টি, শিশুমৃত্যু, পাঁচ বছরের চেয়ে কমবয়সি শিশুর উচ্চতার তুলনায় কম ওজনের মতো কয়েকটি মাপকাঠিতে বিভিন্ন দেশকে বিচার করে বিশ্ব ক্ষুধা সূচক।

২০১৯ সালের সূচক অনুযায়ী, পাঁচ বছরের কমবয়সি শিশুর উচ্চতার তুলনায় কম ওজনের বিষয়টি (চাইল্ড ওয়েস্টিং) সবচেয়ে বেশি প্রকট ভারত, ইয়েমেন ও জিবুতিতে। ভারতে এই ধরনের ঘটনার হার ২০.৮ শতাংশ। ক্ষুধা সূচক অনুযায়ী, চাইল্ড ওয়েস্টিং-এর এমন হার তালিকায় থাকা অন্য কোনো দেশে নেই।

ভারতের জাতীয় সমীক্ষার রিপোর্টও বলছে, ভারতে চাইল্ড ওয়েস্টিং-এর হার ২১ শতাংশ। ২০১৫-১৬ সালের জাতীয় জনস্বাস্থ্য সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, যে সব রাজ্যে চাইল্ড ওয়েস্টিং-এর হার বেশি সেগুলির মধ্যে শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। এ ছাড়া ওই তালিকায় আরো রয়েছে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্যগুলো।

ক্ষুধা সূচক অনুযায়ী, বিপুল জনসংখ্যার কারণে বিভিন্ন মাপকাঠিতে ভারতের প্রভাব পড়েছে গোটা অঞ্চলের উপরে। ওই রিপোর্ট অনুযায়ী, ভারতে ৬ থেকে ২৩ মাস বয়সি শিশুদের মধ্যে মাত্র ৯.৬ শতাংশ সুষম খাদ্য পায়।

২০১৫-১৬ সালের হিসেব অনুযায়ী, ভারতে ৯০ শতাংশ পরিবারই সুপেয় পানি পেয়ে থাকে। তবে দেশটির ৩৯ শতাংশ পরিবারের বাড়িতে টয়লেট নেই।

উন্মুক্ত স্থানে শৌচকার্য বন্ধ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’উদ্যোগের উল্লেখ রয়েছে বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্টে। কিন্তু রিপোর্ট বলছে, নতুন নতুন টয়লেট তৈরি হওয়ার পরও ভারতে এখনও উন্মুক্ত স্থানে মল ত্যাগ বন্ধ হয়নি।

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত