ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ভারতীয় সেনাদের গুলি কাশ্মীরে ৩ বিদ্রোহী নিহত

ভারতীয় সেনাদের গুলি কাশ্মীরে ৩ বিদ্রোহী নিহত

আবারো উত্তপ্ত হয়ে উঠেছে বারথ নিয়ন্ত্রিত জম্মু-কাম্মীর। বুধবার সকালে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তথাকথিত তিন সন্ত্রাসী নিহত হয়েছে। রাজ্যে অনন্তনাগ দু পক্ষের মধ্যে গুলি বিনিময়ে তারা নিহত হন বলে দাবি করেছে ভারত।

স্থানীয় এক সংবাদ মাধ্যম জানায়, অনন্তনাগের পাজালপোরা জেলায় তথাকথিত বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভারতের নিরাপত্তা বাহিনী।

অভিযান শুরুর পর বিদ্রোহীরাও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে তিনজন নিহত এবং এক সেনা আহত হন।

মাত্র একদিন আগেই উপত্যকায় পোস্ট পেইড মোবাইল সেবা পুণরায় চালু করা হয়েছে। তারপরেই এই সংঘর্ষের ঘটনা ঘটল।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়া হয়। তারপর থেকেই সেখানে কারফিউ জারি ছিল এবং মোবাইল, ল্যান্ড লাইন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

তবে সম্প্রতি ল্যান্ডফোন ও পোস্টপেইড মোবাইল সেবা ফের চালু করা হলেও ইন্টারনেট সেবা এখনও বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, ভারতের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে কাশ্মীরের তরুণ ও যুবকরা। স্থানীয়দের কাছে তারা স্বাধীনতাকামী যোদ্ধা হিসাবে পরিচিত। তবে ভারত সরকার ও মিডিয়া কাশ্মীরের এসব লড়াইরত এসব তরুণদের সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী হিসাবে উল্লেখ করে থাকে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত