ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

মাতাল হলেই খাঁচায় ভরে গ্রামবাসীরা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ১০:২৮

মাতাল হলেই খাঁচায় ভরে গ্রামবাসীরা

মদ ও মাদকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ শুরু করেছে একটি গ্রাম। সেখানে মদ খেয়ে মাতলামি করলেই আপনাকে জনসম্মক্ষে একটি খাঁচায় বন্ধি করে রাখা হবে।

এমন ঘটনা ঘটছে ভারতের গুজরাটের মোটাউন সানন্দের মাত্র সাত কিলোমিটার দূরে মোতিপুরা গ্রামে। আর সেখানেই রয়েছে আস্ত একটি খাঁচা। এমনিতেই গুজরাটে মদ খাওয়ার অপরাধে প্রথমবার ধরা পড়লে ন্যূনতম ৬ মাসের কারাদণ্ড। আর দ্বিতীয়বার পুলিশের কাছে আটক হলে ৬ মাসের জেল সঙ্গে ২০০০ টাকা জরিমানা।

কিন্তু ভয়াবহ এই সামাজিক সমস্যার মোকাবেলায় শুধু সরকারের ওপরেই ভরসা করে নেই স্থানীয় মানুষ। মাতালদের অত্যাচার থেকে মুক্তি পেতে এক অভিনব উপায় বের করেছেন তারা।

মদ খেয়ে মাতলামি করলেই ভরা হচ্ছে খাঁচায়। গুজরাটের মোটাউন সানন্দের মাত্র ৭ কিলোমিটার দূরেই মোতিপুরা গ্রামেই রয়েছে এমন আস্ত একটা খাঁচা। খোলা বাজারে বহু চোখের সামনে দিন কয়েক খাঁচায় থেকে লজ্জায় মদের নেশা কেটে গেছে অনেকেরই।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দার গ্রামটির মধ্যে মদের নেশায় হই-হট্টগোল প্রতিদিনের ঘটনা। মাদক সমস্যার কারণে বিধবা হয়েছেন ১৫০ জনেরও বেশি নারী।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত