ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

চিলিতে জরুরি অবস্থা জারি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১১:০৭

চিলিতে জরুরি অবস্থা জারি

মেট্রোরেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চিলিতে ৭২ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভাড়া বৃদ্ধিতে শহরজুড়ে বিক্ষোভ সমাবেশ করে। তারা আন্ডারগ্রাউন্ড স্টেশনে হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। প্রায় এক হাজার পরিবহন ভাংচুর করে। এতে শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বলছে, দফায় দফায় ভাড়া বাড়াচ্ছে সরকার। রাজধানী সান্তিয়াগোতে সব কিছুর ব্যয় বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সরকার শিগগিরই এর সমাধান না করলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেন, ‘জরুরি অবস্থা জারির বিদ্যমান আইন অনুযায়ী আমি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছি এবং এটা সমাধানে জাতীয় প্রতিরক্ষা প্রধান হিসেবে আমি মেজর জেনারেল জাভিয়ার ইতুরিয়াগা ডেল ক্যাম্পোকে দায়িত্ব দিয়েছি।’

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে টিকিটের মূল্য ২০ পেসো বাড়ানো হয়েছিল। এবার তা ৩০ পেসো বাড়িয়ে দিয়েছে সেবাস্তিয়ান সরকার। ব্যস্ত সময়ে ভ্রমণের ক্ষেত্রে টিকিটের মূল্য ৮শ’ পেসো থেকে বাড়িয়ে ৮৩০ পেসো (১.১৭ ডলার) নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত