ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রকে আইএসের কড়া হুমকি

‘ট্রাম্প আমেরিকাকে বিশ্বের কাছে হাসির পাত্র করেছে’

‘ট্রাম্প আমেরিকাকে বিশ্বের কাছে হাসির পাত্র করেছে’

বাদদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করে নতুন নেতার নাম ঘোষণা করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এসময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘বাগদাদির হত্যা নিয়ে আনন্দিত হওয়ার কিছু নেই।’

সম্প্রতি সিরিয়ার ইদলিবে এক মার্কিন হামলায় নিহত হন আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তার মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার এক সপ্তাহের মাথায় নতুন নেতার নাম জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। তাদের নতুন নেতার নাম আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরায়েশি।

আইএসের মুখপাত্র আবু হামজ়া আল-কুরেশি এক অডিয়ো বার্তায় তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করেছেন ৷ টেলিগ্রাম অ্যাপে প্রচারিত ওই অডিয়ো বার্তায় বাগদাদির মৃত্যু নিশ্চিত করে আইএস। পাশাপাশি তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করে যুক্তরাষ্ট্রকে নতুন করে হুমকিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত নতুন অডিও বার্তায় আইএস ট্রাম্পকে ‘পাগল বৃদ্ধ’ বলে উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে আইএসের মুখপাত্র মার্কিন নাগরিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আমেরিকা, তুমি কি বুঝতে পারছেন না যে ইসলামিক স্টেট এখন ইউরোপ এবং পশ্চিম আফ্রিকার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এটি এখন পূর্ব থেকে ক্রমশ: পশ্চিমে প্রসারিত হচ্ছে।’

এ সময় ট্রাম্পকে পাগল বৃদ্ধ হিসাবে উল্লেখ করে আইএস প্রতিনিধি আরো বলেন, ‘আমেরিকা, তোমরা কি বুঝতে পারছো না গোটা বিশ্বের কাছে তোমরা হাসির পাত্রে পরিণত হয়েছ। তোমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন একজন পাগল বৃদ্ধ (ট্রাম্প)। যিনি ঘুমাতে যান এক কথা বলে, আর ঘুম থেকে উঠে বলেন আরেক কথা। তাই বাগদাদির মৃত্যু নিয়ে আনন্দ করার কিছু নেই। তার বদলে আরো একজন আসছেন।’

যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আইএস মুখপাত্র আরো বলেন,‘আনন্দ কর না আমেরিকা। আমাদের নতুন নির্বাচিত ব্যক্তি তোমাদের যে ভয়াবহতা দেখাবে তা বাগদাদিকেও ছাড়িয়ে যাবে। তখন তোমাদের কাছে বাগদাদির কীর্তিগুলিকে মধুর মনে হবে।’

এসময় সিরিয়া ও ইরাকি কারাগারে বন্দি থাকা হাজার হাজার আইএস যোদ্ধাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ওই মুখপাত্র। বর্তমানে সিরিয়ায় কুর্দ বাহিনীর দ্বারা পরিচালিত ওই কারাগারগুলোতে ১২ হাজার আইএস যোদ্ধা আটক রয়েছে।

উল্লেখ্য, গত রোববার মার্কিন প্রতিরক্ষা সূত্রে জানানো হয়, ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি সিরিয়ায় ইদলিব প্রদেশের বারিশা এলাকায় এক অভিযানে নিহত হন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কাপুরুষ বাগদাদি কুকুরের মতো মরেছেন।’

রোববার সকালে হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘গত রাতে বিশ্বের এক নম্বর জঙ্গিনেতাকে দু’ঘণ্টার অভিযানে মেরে ফেলেছে মার্কিন বাহিনী। আবু বকর আল-বাগদাদি মৃত। তিনি আইএস গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও নেতা ছিলেন। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও হিংস্র প্রতিষ্ঠানিএটি। আমেরিকা বহু বছর ধরে বাগদাদিকে খুঁজছিল।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত