ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করছে পাকিস্তান

সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করছে পাকিস্তান

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে দু দেশের সেনাদের মধ্যে সীমান্তে বেশ কয়েকবার বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব সংঘর্ষে দু পক্ষেরই বেশ কয়েকজন সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছে। এ অবস্থায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের সেনা সংখ্যা বাড়ালো ইসলামাবাদ। পাশাপাশি ভারত সীমান্তের কাছাকাছি কামানও নাকি বসাচ্ছে পাকিস্তান।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

এ নিয়ে সরকারকে একটি বিস্তৃত রিপোর্ট দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই রিপোর্ট পাওয়ার পরে আন্তর্জাতিক স্তরে পাক সেনা মোতায়েন নিয়ে আলোচনা করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।

ভারতের অভিযোগ, উপত্যকা থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার পর থেকেই কাশ্মীরে বারবার আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। এমনকি নিয়ন্ত্রণ রেখা থেকে ভারতের সাধারণ নাগরিকদের ওপরেও বারবার গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে।

পাকিস্তানের তরফে প্রায় ২০০০ পাক সেনা সীমান্তে নিয়োগ করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় আগেই পাকিস্তানের সেনা সংখ্যা ছিল ৯০,০০০। অন্যদিকে পাকিস্তানের সীমান্তে সংলগ্ন এলাকায় ভারতের রয়েছে ১ লক্ষ ১৩ হাজার সেনা।

এদিকে পাকিস্তানের অভিযোগ, অধিকৃত কাশ্মীরে ৯ লাখ সেনা মোতায়েন করে ওই অঞ্চলকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে ভারত।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত