ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

মোরালেসের পদত্যাগ অন্যদের জন্য সতর্কবার্তা: ট্রাম্প

মোরালেসের পদত্যাগ অন্যদের জন্য সতর্কবার্তা: ট্রাম্প

বলিভিয়ার বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেস-এর পদত্যাগকে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভের মুখে মোরালেসের পদত্যাগের একদিন পর এক বিবৃতিতে এমন মন্তব্য করেন ট্রাম্প।

সোমবার ট্রাম্প বলেন, বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি অন্য আঞ্চলিক নেতাদের জন্য সতর্কতা হিসাবে কাজ করবে। এটি ভেনেজুয়েলা ও নিকারাগুয়ার অবৈধ শাসকদের জন্যও একটি শক্তিশালী বার্তা। গণতন্ত্র ও মানুষের আকাঙ্ক্ষাই বিজয়ী হবে।

ইভো মোরালেসের বিদায়কে বলিভিয়ার গণতান্ত্রিক, সমৃদ্ধশালী ও পশ্চিমমুখী অভিযাত্রা হিসেবেও আখ্যায়িত করেন ট্রাম্প।

গত তিন সপ্তাহ ধরে একটানা বিক্ষোভের মুখে রোববার পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

এর আগে বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরা পদত্যাগ করেন।

এদকে পদত্যাগের পর রাজনৈতিক আশ্রয় নিয়ে সোমবার রাতে মেক্সিকোতে পাড়ি জমিয়েছেন ইভো মোরালেস।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত