ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভেনিসে জরুরি অবস্থা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ০২:৩২

ভেনিসে জরুরি অবস্থা

বন্যার পানিতে ইতালির শহর ভেনিসের একাংশ ডুবে যাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে গত ৫০ বছরের মধ্যে এবারের বন্যায় সবচেয়ে বেশি পানি বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।

শহরটিতে এবার পানি সর্বোচ্চ ১ দশমিক ৮৭ মিটার উচ্চতায় উঠেছিল বলে জানিয়েছে ইতালির জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র। ১৯২৩ সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর ১৯৬৬ সালে ভেনিসে জোয়ারের পানির উচ্চতা হয়েছিল ১ দশমিক ৯৪ মিটার।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ভেনিসের নিম্নাঞ্চলের সেইন্ট মার্কস স্কয়ারও আছে। ক্যাথলিকদের অন্যতম তীর্থস্থান সেইন্ট মার্কস ব্যাসিলিকাতেও বন্যার পানি ঢুকে পড়েছে। গত ২০ বছরে উপাসনালয়টি চারবার বন্যাক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সেইন্ট মার্কস কাউন্সিলের সদস্য পিয়েরপাওলো কাম্পোস্ত্রিনি।

বন্যায় পেলাস্ট্রাইন দ্বীপে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নিজের বাড়ির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ভেনিসের মেয়র লুইজি ব্রুগনারো শহরে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন। এবারের বন্যা ‘স্থায়ী চিহ্ন’ রেখে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বন্যায় শহরটির অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি ছবিতে ক্যাফে ও রেস্তোরাঁর বাইরে বন্যার পানিতে চেয়ার ও টেবিল ভাসতে দেখা গেছে। তিনটি ওয়াটারবাসও ডুবে গেছে।

  • সর্বশেষ
  • পঠিত