ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

কুকুরছানার মাথায় তৈরি হচ্ছে লেজ!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ০৪:২২

কুকুরছানার মাথায় তৈরি হচ্ছে লেজ!

উদ্ধারকারী অলাভজনক সংগঠন ম্যাক্স মিশন কুকুরটিকে উদ্ধারের পর এর নাম দিয়েছে নারওয়াল। শুরুতে মনে করা হয়েছিলো এর মাথায় থাকা লম্বা অংশটি কপালের কোচকানো চামড়ার বর্ধিত অংশ! পরে জানা যায়, এটি আসলে লেজ!

ছানাটিকে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য থেকে উদ্ধার করা হয়। ঠান্ডায় জমে পরিত্যক্ত অবস্থায় এটি মরতে বসেছিলো। এর একটি থাবায় ফ্রস্টবাইট হয়ে গিয়েছিলো। নারওয়ালের মাথায় থাকা লেজটি বেশ ছোট। তবে ছানাটির এজন্য কোনও সমস্যা হচ্ছে না বলে মত দিয়েছেন চিকিৎসকরা। ভবিষ্যতে এটি কতো বড় হবে তাও বলা যাচ্ছে না। নারওয়েলের একটি স্বাভাবিক লেজও আছে। এটি অতিরিক্ত।

পশু চিকিসকরা এক্সরে করে দেখেছেন, মাথার লেজটি খুলির সঙ্গে সংযুক্ত নেই। তাই এখান থেকে কোনও ধরণের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

  • সর্বশেষ
  • পঠিত