ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কায় মুসলিম ভোটারদের বাসে গুলি

শ্রীলঙ্কায় মুসলিম ভোটারদের বাসে গুলি

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার সকাল থেকে। ভোট শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সেখানে সংখ্যালঘু মুসলিম ভোটারদের বহনকারী একটি বাসবহরে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

রাজধানী কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দূরের তানত্রিমালা এলাকয় ওই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে এক পুলিশ কর্মকর্তা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘কমপক্ষে দুটি বাস লক্ষ্য করে বন্দু হামলা চালানো হয়েছে। উপকূলীয় পুত্তালাম শহর থেকে মুসলিম ভোটারদের ভোট দেয়ার জন্য বাসে করে পার্শ্ববর্তী মান্নার জেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এসময় ওই বাসবহর লক্ষ্য করে কে বা কারা হামলা চালায়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তারা সড়ক থেকে সকল প্রতিবন্ধকতা সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে দেয়।

শ্রীলঙ্কায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল ৭ টা থেকে। একটানা ভোট চলবে আগামী ১০ ঘণ্টা ধরে।

এ নির্বাচনে মোট বৈধ ভোটারের সংখ্যা ১ কোটি ৬০ লাখ। আর ফলাফল প্রকাশিত হবে আগামীকাল রোববার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত