ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

পাখির ধাক্কায় বিমান বিধ্বস্ত!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ১৫:৪৩

পাখির ধাক্কায় বিমান বিধ্বস্ত!

ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। শনিবার এমআইজি-২৯কে ফাইটার জেটটি গোয়ায় ভেঙে পড়ে। জানা গেছে, দু’জন পাইলটকেই নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজের জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান।

এমআইজি-২৯কে হল এমআইজি-২৯ এর এয়ারক্র্যাফট ভার্সন যা আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফটে ব্যবহৃত হয়ে থাকে।

খবরে বলা হয়, এদিন ডাবোলিম এয়ারপোর্টের আইএনএস হানসা থেকে বিমানটি আকাশে ওড়ে। আগুন লাগার পরই বিমান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন পাইলট ক্যাপ্টেন এম শেওখাণ্ড।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র এএনআইকে জানিয়েছেন, যুদ্ধবিমানটি গোয়া থেকে আকাশে ওড়ে। সেইসময় পাখির সঙ্গে সংঘর্ষ হয়। তারপর ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায়।

গত কয়েক বছরে বেশ কয়েকবার ভেঙে পড়েছে দেশটির মিগ যুদ্ধবিমান। ৮৭২টি বিমানের মধ্যে অর্ধেকেরও বেশি হয়েছে নষ্ট! কমপক্ষে ১১০টি মিগ-২১ যুদ্ধবিমান ২০০৬ সালে মিগ-২১ বাইসনে আপগ্রেড করে ভারত। নভেম্বর পর্যন্ত চলতি বছরে এই ধরনের দুর্ঘটনায় ভারত মোট ১১টি এয়ারক্রাফট হারিয়েছে। এর মধ্যে শুধু মিগ নয়, রয়েছে মিরাজ-২০০০, মিগ-২৭, হক জেটও।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত