ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

অযোধ্যা রায় পুনর্বিবেচনার আবেদন করছে মুসলিমরা

অযোধ্যা রায় পুনর্বিবেচনার আবেদন করছে মুসলিমরা
বাবরি মসজিদ

ভারতে বিতর্কিত অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়ত উলেমা-ই-হিন্দ। রোববার লক্ষ্নৌয়ে বোর্ডের বৈঠক এবং দিল্লিতে অনুষ্ঠিত জমিয়তের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি অযোধ্যা রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমিতে রামমন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে নতুন মসজিদ নির্মাণের জন্য মামলার অন্যপক্ষ সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

ওই রায়ে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা খুশি হলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন মুসলিম নেতারা। যদিও এ রায়ের বিরুদ্ধে তারা তখন কোনো বিক্ষোভ দেখায়নি। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছিলেন মুসলিম নেতারা। সেই ঘোষণা মোতাবেক এবার আপিল করার প্রস্তুতি নিচ্ছেন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়ত উলেমা-ই-হিন্দ সংগঠনের নেতারা। তবে এই আপিলে যে কোনো কাজ হবে না এটা তারা স্পষ্টই জানেন।

এ সম্পর্কে রোববার বৈঠকের পর জামাত উলেমা-ই-হিন্দের তরফে মৌলানা আরশাদ মাদানি বলেন, ‘আমরা জানি পুনর্বিবেচনার আবেদন একশ ভাগই খারিজ হয়ে যাবে। তারপরও আমরা রায় পুনর্বিবেচনার আবেদন জানাব ৷ এটা আমাদের অধিকার ৷’

এসময় তারা অভিযোগ করে বলেন, ভারতের সর্বোচ্চ আদালতের কাছ থেকে তারা ন্যায়বিচার পাননি। কেননা বাবরি মসজিদের জমির বদলে তাদের অন্য জমি দেওয়ার কথা বলা হয়েছে ওই রায়ে। আর হিন্দুদের মসজিদের স্থলে মন্দির বানানোর অনুমতি দিয়েছে আদালত। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওই রায় ঘোষিত হওয়ার পর ইতিমধ্যে মন্দির নির্মাণের প্রস্তুতিও শুরু করেছেন অযোধ্যার হিন্দুরা।

রোববারে বৈঠকে ল বোর্ডের সম্পাদক জাফরিয়াব জিলানি বলেন, ‘মসজিদের জমি আল্লার। শরিয়ত মোতাবেক ওই জমি অন্যকে দেওয়া যায় না। মসজিদের জমির বদলে কিছু নেওয়াও যায় না।’

জমিয়তের হয়ে অযোধ্যা মামলার আবেদনকারী ছিলেন এম সিদ্দিক। রায়ের সমালোচনা করে তিনি বলেন, ‘অযোধ্যা রায় তথ্যপ্রমাণ এবং যুক্তির উপরে প্রতিষ্ঠিত নয়।’

অন্যদিকে ল বোর্ডও বলেছে, ‘বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট জাতীয় লজ্জা বলে উল্লেখ করেছিল। মসজিদের জন্য বিকল্প জমি দিয়ে সেই লজ্জা ঢাকা যাবে না। বর্তমান রায়েও বাবরি ধ্বংসের নিন্দাই করা হয়েছে।’

তবে মুসলিম নেতাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ চরমপন্ধী ‍হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতি এই সংগঠনের নেতাদের পরামর্শ, ‘ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে রিভিউ না চাওয়া উচিত নয় বোর্ডের।’

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত