ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

সিয়াচেনে তুষারধসে ভারতীয় সেনাসহ নিহত ৬

সিয়াচেনে তুষারধসে ভারতীয় সেনাসহ নিহত ৬

পাহাড়ি এলাকা সিয়াচেনে সোমবার তুষারধসে বরফ চাপা পড়ে চার ভারতীয় সেনাসহ নিহত হয়েছেন ছয়জন।

সোমবার দুপুরে সিয়াচেনের ১৮০০০ ফুট উঁচুতে অকস্মাৎ বরফধস শুরু হলে টহলরত আট ভারতীয় জওয়ান নিখোঁজ হয়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে চার সেনাকে জীবন উদ্ধারে সম্ভব হন উদ্ধারকর্মীরা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় বাকি চার জওয়ান ও সেনাবাহিনীর দুই সাধারণ কর্মীর মৃত্যু হয়েছে।

এর আগে ২০১৬ সালে তুষারধসে চাপা পড়ে এই সিয়াচেনেই নিহত হয়েছিল ১০ ভারতীয় সেনা। এরপর সেখানে এটাই সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় সেনার মৃত্যুর ঘটনা।

প্রসঙ্গত, কারাকোরাম পর্বতের প্রায় ২০ হাজার ফুট উঁচুতে অবিস্থিত সিয়াচেন হিমবাহটি বিশ্বের সবচেয়ে কঠিন সামরিকীকরণ অঞ্চল হিসাবে পরিচিত। এখানে টহলরত সেনাদের প্রতিনিয়ত প্রচণ্ড ঠাণ্ডা আর তীব্র বাতাসের সাথে লড়াই করে টিকে থাকেত হয়।

সূত্র: এনডিটিভি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত