ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

জার্মানির সাবেক রাষ্ট্রপতির ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

জার্মানির সাবেক রাষ্ট্রপতির ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

জার্মানির প্রয়াত রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের ছেলে ফ্রিটজ ফন ভাইৎসেকার মঙ্গলবার বার্লিনের একটি হাসপাতালে বক্তৃতা দেয়ার সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন৷

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম বার্লিনের চার্লটেনবুর্গে শ্লসপার্ক হাসপাতালে চিকিৎসা বিষয়ে ভাষণ দেয়ার সময় ফন ভাইৎসেকারকে (৫৯) এক ব্যক্তি ছুরিকাঘাত করে। ফন ভাইৎসেকার ওই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন৷ জনতার সহায়তায় হামলাকারীকের আটক করা হয়েছে৷

হামলাকারীকে থামানোর চেষ্টা করতে গিয়ে দর্শকদের মধ্য থেকে একজন গুরুতর আহত হয়েছেন৷ ওই ব্যক্তিকে চিকিৎকার জন্য হাসপাতালে নেয়া হয়েছে৷

শ্লসপার্ক হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত এ ধরনের বক্তৃতার আয়োজন করে এবং সবার জন্য তা উন্মুক্ত থাকে৷

কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যার তদন্ত শুরু হয়েছে এবং তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন শ্রোতা ছাড়াও হাসপাতালের কর্মচারীদেরও বক্তব্য নিয়েছে৷

চিকিৎসায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ফন ভাইৎসেকার ২০০৫ সালে বার্লিনের শ্লপার্ক ক্লিনিকে ওই পদে যোগ দেয়ার আগে ফ্রাইবুর্গ, বোস্টন এবং জুরিখে কাজ করেন৷

তিনি জার্মানির প্রয়াত রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের চার সন্তানের একজন৷ ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জার্মান রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন রিশার্ড ফন ভাইৎসেকার, ২০১৫ সালে মারা যান তিনি৷ সূত্র: ডিডব্লিউ

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত