ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বরযাত্রী যাওয়ার পথে বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৯, ১৬:৫৩

বরযাত্রী যাওয়ার পথে বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু
ছবি প্রতীকী

আফগানিস্তানের ইমাম সাহেব জেলায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে বোমা বিস্ফোরণের ঘটনায় আট শিশু এবং ছয় নারীসহ ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত বুধবার দেশটির কুন্দুজ প্রদেশে সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হলে তারা নিহত হন। দেশটির প্রেসিডেনশিয়াল স্পোকসমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সিদ্দিক নামের ওই মুখপাত্র জানান, প্রদেশটির সড়ক দিয়ে যখন তাদের গাড়ি চলছিল তখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তার দাবি, ওই বোমা তালেবান সদস্যরা পুঁতে রাখে। তবে তালেবান এই ঘটনায় এখনো কোনো ধরনের বিবৃতি দেয়নি।

ইমাম সাহেব জেলার প্রধান মাহবুবুল্লাহ সায়েদি বলেন, পরিবারটি কোনো একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। এমন সময় জেলার প্রধান সড়কের পাশে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণ হয়। এতে তারা মারা যান।

আফগানিস্তানের সরকারি বাহিনী এবং তালেবানদের মধ্যে যুদ্ধ চলছে প্রায় ১৮ বছর ধরে। চলতি বছরে কমপক্ষে তিন হাজার আটশ ১২ জন মনুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় এক হাজার। যুদ্ধে ১৪৪ জন নারী এবং ৩২৭ জন শিশুও নিহত হয়।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত