ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

জঙ্গলে ভেঙে পড়লো বিমান, নিহত ৭

জঙ্গলে ভেঙে পড়লো বিমান, নিহত ৭

কানাডার ওন্টারিও হ্রদের উপকূলীয় এলাকার এক জঙ্গলে একটি ছোট্ট বিমান ভেঙে পড়লে এর সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই মার্কিন নাগরিক। বাকি দু’জন কানাডার বাসিন্দা।

বৃহস্পতিবার কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি (টিএসবি) এ সংক্রান্ত এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রিকৃত এক ইঞ্জিনের পাইপ পিএ-৩২ বিমানটি বুধবার রেন্টোর বুট্টোনভিল বিমান বন্দর থেকে কুইবেক সিটির উদ্দেশে রওয়ানা হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এটি বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে অন্টারিও প্রদেশের কিংস্টেনের কাছে বিধ্বস্ত হয়।

খবর পেয়ে দ্রুত অনুসন্ধানে নামে সেনা ও উদ্ধারকারী হেলিকপ্টার। পরে তারা অন্টারিও হ্রদের উপকূল সংলগ্ন গভীর অরণ্যে বিধ্বস্ত বিমানটিকে খুঁজে পায়। তবে জঙ্গলের কাঁটা ঝোপের কারণে তাদের উদ্ধার তৎপরতা শুরু করতে বিলম্ব হয়।

টিএসবি’র এক মুখপাত্র জানান, দুর্ঘটনায় তিনি শিশুসহ বিমানের সাত আরোহীর সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যের এক পাইলট ও তার বান্ধবীও রয়েছে। দুর্ঘটনায় নিহত শিশুদের বয়স তিন, ১১ ও ১৫ বছর। নিহত শিশুদের দুইজন কানাডার নাগরিক।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। প্রকাশ করা হয়নি নিহতদের পরিচয়ও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত