ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

সুদানে টাইলস কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ০১:২৪  
আপডেট :
 ০৪ ডিসেম্বর ২০১৯, ০২:৫৬

সুদানে টাইলস কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫
ফাইল ফটো

সুদানের রাজধানী খার্তুমের একটি টাইলস প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ আগুন লেগে ১৫ জন কর্মীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরাংশের শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সুদানের রাজধানী খার্তুমের উত্তরে এই টাইলসের কারখানায় আগুন লাগার পরেই ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। ঘন কালো ধোঁওয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে তাদের। ১৬টি ইঞ্জিন কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গেই পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপরেই শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু ঘন কালো ধোঁয়ার ভিতর থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন দমকলকর্মীও।

এ ব্যাপারে স্থানীয় চিকিৎসকেরা জানান, ১৫ জন কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৯০ জন গুরুতর আহত হয়েছেন।

এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এক কর্মী বলেন, হঠাত্‍ একটা বিকট শব্দ হয়। আকাশে আগুনের গোলা ছিটকে উঠে। মুহূর্তের মধ্যেই পার্কিং লটে থাকা গাড়িগুলোতে আগুন লেগে যায়।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত