ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

তিমির পাকস্থলিতে মিলল এক শ কেজি আবর্জনা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৭

তিমির পাকস্থলিতে মিলল এক শ কেজি আবর্জনা
ছবি: সংগৃহীত

বিশালাকারের মৃত একটি তিমি উদ্ধার করা হয়েছে। এটির পাকস্থলী থেকে বিভিন্ন ধরনের প্রায় এক শ কেজি আবর্জনা পাওয়া গেছে। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ নভেম্বর স্পার্ম প্রজাতির ২০ টন ওজনের এ তিমিটির মরদেহ উদ্ধার করেন স্কটিশ মেরিন অ্যানিমেল স্ট্রেন্ডিংস স্কিমের (এসএমএএসএস) কর্মীরা। স্কটল্যান্ডের উত্তর-পূর্বের লুসকেন্টায়ার সমুদ্র সৈকতে উদ্ধারের প্রায় ৪৮ ঘণ্টা আগে তিমিটির মৃত্যু হয় বলে মনে করছেন তারা।

উদ্ধারের পর মৃত তিমিটির ময়নাতদন্ত করে এর পাকস্থলি থেকে ২২০ পাউন্ডের (৯৯.৭৯ কেজি) আবর্জনা পাওয়া যায় বলে জানান এসএমএএসএস’র কর্মীরা।

প্লাস্টিকের কাপ, গ্লাভসসহ প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম এবং রশির বান্ডেল ও মাছ ধরার জালের খণ্ডিত অংশ ইত্যাদি বিভিন্ন আবর্জনা তিমিটির পেটে বলের আকারে জড়িয়ে ছিলো বলে জানান উদ্ধারকর্মীরা।

তারা আরো জানান, তিমিটির শারীরিক অবস্থা মারা যাওয়ার মতো ছিলো না।

তবে পেটে পাওয়া আবর্জনার কারণে এটির মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করেনি দলটি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত