ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মার্কিন বিমান ভূপাতিত করেছে রাশিয়া

মার্কিন বিমান ভূপাতিত করেছে রাশিয়া

লিবিয়ার রাজধানী ত্রিপলির কাছে একটি মার্কিন চালকবিহীন বিমান ভূপাতিত করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের আফ্রিকান কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন টাউনসেন্ডের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে। এ দাবি করেছেন।

শনিবার ওই মার্কিন কর্মকর্তা বলেন, গত মাসের ২১ তারিখে ড্রোন বিমানটি ভূপাতিত করা হয়। এসময় এতে কোনো অস্ত্র বসানো ছিল না। এই মার্কিন কমান্ড ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ফেরত দেয়ার দাবিও করেছেন।

মার্কিন দাবি অনুযায়ী চালকহীন বিমানকে ভূপাতিত করেছে রুশ সামরিক ঠিকাদাররা বা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ।

জেনারেল স্টিফেন টাউনসেন্ড বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা জানতেন না এটি দূর নিয়ন্ত্রিত মার্কিন চালকহীন বিমান। কিন্তু ভূপাতিত করার পর এটির মালিক কে তা নিশ্চিত ভাবেই জানতে পেরেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এ সত্ত্বেও তারা এখন এর ধ্বংসাবশেষ ফেরৎ দিতে চাইছে না। তিনি বলেন, তারা দাবি করছে ধ্বংসাবশেষ কোথায় পড়েছে তা তাদের জানা নেই। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের এ কথা মানতে পারছে বলেও জানান তিনি।

তবে তার এই বক্তব্যের জবাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত