ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

২৫ টাকায় পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়ে গিয়ে গৃহবধূর মৃত্যু!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ০০:২২

২৫ টাকায় পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়ে গিয়ে গৃহবধূর মৃত্যু!
ফাইল ছবি

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িঁয়েই মৃত্যু হল এক প্রৌঢ়ের। ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ কেনার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশের গুডিবাডায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা গেছে, ভতুর্কি দিয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে উদ্যোগী হয়েছে রাজ্যগুলোর সরকার। আর এ পেঁয়াজ সংগ্রহের জন্য ভোক্তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ক্ষেত্র বিশেষ ৫-৬ ঘণ্টাও রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় অনেককে।

আর সোমবার এমনই এক দিন ছিলো যখন তাপমাত্রা ছিলো অত্যাধিক। আর এ রোদ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলেই প্রৌঢ় স্যামবাইহা হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্যামবাইহার পরিবারের সদস্যরা জানান, প্রৌঢ় আগে থেকে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে তার হৃদযন্ত্র ঘটিত সমস্যা ছিলো। এদিন লাইনে দাঁড়িয়ে হঠাৎই হার্ট অ্যাটাক হয় তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেন স্যামবাইহা। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত