ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

উলঙ্গ হয়ে প্রতিবাদ!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ১৩:১৬

উলঙ্গ হয়ে প্রতিবাদ!

ভারতের লোকসভায় পাস হওয়া বিতর্কিত নাগরিক সংশোধনী বিল (সিএবি) বাতিলের দাবিতে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে জনতা। অনুপ্রবেশকারী অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৬২৫ বুদ্ধিজীবীও।

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী এই বিলের প্রতিবাদে আসাম জুড়ে বনধ্ ডাকা হয়েছে। এতে সর্বাত্মক সাড়াও মিলেছে।

মঙ্গলবার সকাল থেকে গুয়াহাটি, ডিব্রুগড়-সহ আসামের বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ ছিল। প্রতিবাদ-বিক্ষোভেও শামিল হয়েছে বিভিন্ন সংগঠন। শুধু তাই নয়, জনতার একটি অংশ উলঙ্গ হয়েও রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।

কেবল আসাম নয়, ত্রিপুরা, মণিপুর ও অরুণাচলেও চলছে বিক্ষোভ। মিছিল বের করে দুটি ছাত্র সংগঠন। মিছিলে হাঁটেন বহু মানুষও। তবে পরিস্থিতি যে এমন হাতের বাইরে যেতে পারে, তার আশঙ্কা করেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সোমবারই সংসদে ওই বিল পেশের সময় তিনি বারবার সতর্ক থাকার কথা জানিয়েছিলেন।

সে সময় তিনি জানান, স্থানীয় মানুষেরই স্বার্থ দেখা হবে, তাই এই বিক্ষোভ দেখানোর কোনও প্রয়োজন নেই। অবিলম্বে বিক্ষোভের পথে ছেড়ে বেরিয়ে আসারও আবেদন করেন তিনি। কিন্তু শাহের কথা যে কেউ কানে তোলেননি, সেটা এদিনের বিক্ষোভ থেকেই স্পষ্ট।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত