ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

লেবার দলের নেতৃত্ব ছাড়ছেন করবিন

লেবার দলের নেতৃত্ব ছাড়ছেন করবিন

ব্রিটেনে লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হতাশ জেরেমি করবিন। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দলের ভরাডুবির পর তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এতে গত ৮৪ বছরের মধ্যে লেবার পার্টি সবচেয়ে খারাপ ফলাফল করেছে।

বৃহস্পতিবারের নির্বাচনে ৬৫৫টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৬১৩টি আসনের ফল প্রকাশিত হয়েছে। লেবার পার্টি পেয়েছে ২০০টি আসন। ৩৩৭টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি।

তিনি জানান, আগামী নির্বাচনে তিনি আর পার্টির নেতৃত্বে থাকবেন না। তবে কখন দলটির শীর্ষপদ থেকে সরে দাঁড়াচ্ছেন সেটি নির্দিষ্ট করে বলেননি তিনি।

২০১৫ সালে দুঃসময়ে দলের হাল ধরেছিলেন এই প্রবীণ লেবার নেতা। নির্বাচনে দারুণ আশা জাগিয়েও ১৯৩৫ সালের নির্বাচনের পর সবচেয়ে খারাপ ফলাফল করেছে করবিনের দল। করবিন জানান, শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেও দলের ভবিষ্যৎ নির্ধারণের আলোচনায় দায়িত্ব পালন করবেন তিনি।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত