ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সিএবি’র বিরোধীতা, বিভিন্ন প্রান্তে রেল চলাচল বন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৯  
আপডেট :
 ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:১৪

সিএবি’র বিরোধীতা, বিভিন্ন প্রান্তে রেল চলাচল বন্ধ
ফাইল ছবি

নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাশ হয়ে গিয়েছে ভারতে। ইতিমধ্যে সেই বিলে শিলমোহরও দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি কোবিন্দও। আর এই বিল নিয়ে শুধু হয়েছে সমালোচনা। ইতিমধ্যে আগুন জ্বলছে অসম, ত্রিপুরাসহ বিস্তীর্ণ অঞ্চলে। সেই রেশ পড়েছে বাংলাতেও।

কলকাতাসহ বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সংখ্যালঘু মানুষজন। পথে নেমে আন্দোলনে শামিল হয়েছেন তারা।

জানা গিয়েছে, উলুবেড়িয়া, খড়দহ, ডায়মন্ড হারবার এবং মুর্শিদাবাদে স্থানীয়দের আন্দোলনের জেরে ব্যাহত যান চলাচল। রেললাইনে অবরোধের জেরে বেশ কয়েকটি স্টেশনে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। এমনকি হাওড়া থেকে কোনো লোকাল ট্রেন ছাড়ছে না বলেই জানা গিয়েছে। ফলে চরমে উঠেছে ভোগান্তি।

জানা গেছে, দুপুর থেকে নিমদিঘির নরেন্দ্র মোড় এলাকায় বিক্ষোভ করেন সংখ্যালঘুরা। ৬ নম্বর জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেন তারা। পোড়ানো হয় কুশপুত্তলিকাও। গরুহাটা, পারিজাত এলাকাতেও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা।

বাগনানের পরিস্থিতি যথেষ্ট থমথমে বলে জানা গেছে। তবে সবথেকে বেশি উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে। স্টেশনের এক অংশে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়েছে বলেও শোনা গিয়েছে।

গোটা রাজ্যের পাশাপাশি কলকাতাতেও বিক্ষোভ করেছেন সংখ্যালঘু মানুষজন। পার্ক সার্কাসসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত