ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

এনআরসি করে দেশ বাঁচিয়েছি: মোদি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৩:১৪

এনআরসি করে দেশ বাঁচিয়েছি: মোদি

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (এনআরসি) আইনে পরিণত হয়েছে। এর প্রতিবাদে আসামের পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গ, কেরালাসহ বিভিন্ন রাজ্য। তবে নাগরিকত্ব আইনের মাধ্যমে দেশকে বাঁচিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে সফরকালে দেওয়া বক্তব্যে মোদি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আগত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা আইনটির মাধ্যমে এখানকার নাগরিকত্ব লাভ করবেন। তাই সরকারের এ সিদ্ধান্ত ১০০০ শতাংশ সঠিক।

মোদির ভাষায়, আমি ও ভারতীয় পার্লামেন্ট আইনটির মাধ্যমে দেশকে বাঁচিয়েছি।

এর আগে ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটিতে প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত