ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

লকডাউন, ইউটিউবে প্রার্থনা করলেন লাখো মানুষ

  তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১৮:৪৪  
আপডেট :
 ১০ এপ্রিল ২০২০, ১৮:৫৪

লকডাউন, ইউটিউবে প্রার্থনা করলেন লাখো মানুষ
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার ছোবল লেগেছে ভারতেও। করোনার জেরে দেশটির নানান প্রদেশে বন্ধ করে দেয়া হয়েছে উপাসনলায়গুলো। আর এরই ধারাবাহিকতায় বন্ধ হয়ে গেছে দেশটির অন্যতম বেশ কয়েকটি চার্চ। কিন্তু প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ দুরাবস্থার মধ্যেও গুড ফ্রাইডের দিন বিশপ হাউসের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছিলেন লাখো মানুষ। তারা ইউটিউব লাইভে প্রার্থনায় যুক্ত হয়েছিলেন।

সাধারণ সময় উপাসনার দিনগুলোতে বহু মানুষ সশরীরে হাজির হন। কিন্তু বর্তমানে দেশজুড়ে চলা লকডাউনের মধ্যে ঘরে থেকে বের হওয়া অসম্ভব। আর তাই প্রার্থনার ভরসা হয়ে ওঠে ইউটিউব।

আজ বেলা ১২টায় যাজক ইউটিউবে লাইভে প্রার্থনা করেন। আর সেই প্রার্থনাতে যোগ দেন অন্তত ১ লাখ মানুষ।

রাজ্যের বিভিন্ন কোণায় ছড়িয়ে থাকা খ্রিস্টধর্মাবলম্বী মানুষরা বিশপের সঙ্গে একসঙ্গে প্রার্থনা করেন।

করোনার হাত থেকে সবাইকে সুস্থ রাখার জন্য যিশুর কাছে এদিন প্রার্থনা জানান বিশপ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত