ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২১, ২০:৩৮

বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে
বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে।

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক জুটি বিভিন্ন পন্থা অবলম্বন করে বিয়ে করছেন। যা আগে কখনও দেখেনি কেউ। প্রথাগত রীতিনীতি ভেঙে অনেক জুটি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেছে। আবার কেউ কেউ প্রায় জনশূন্য হলে বিয়ে করছেন। আবার অনেকেই পিপিই পরে বিয়ের কাজ সারছেন।

এমন নানান ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। গত এক বছরের বেশি সময় ধরে এটাই যেন বিয়ের নতু নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি তেমনই একটি ছোট এবং লৌকিকতাবর্জিত বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে সেই বিয়ে কোনও মানুষের মধ্যে হয়নি। বরং দুই ব্যাঙের মধ্যে বিয়ে হয়েছে।

এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বৃষ্টির জন্য সেখানকার চা বাগানের কর্মীরা দুটি ব্যাঙের বিয়ের আয়োজন করে। স্থানীয়দের বিশ্বাস দুটি ব্যাঙের বিয়ে দেয়া হলে বৃষ্টির দেবতা ইন্দ্র খুশি হবেন এবং বৃষ্টি নামবেন।

ওই বিয়ের ছোট একটি ক্লিপ টুইটারে শেয়ার করেছে বার্তা সংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে, পুকুরে গোসল করিয়ে, মালা বদল করে এবং সিঁদুর পড়িয়ে ওই দুই ব্যাঙের বিয়ে হচ্ছে। এমনকি তাদের রঙ বেরঙের পোশাকও পরানো হয়।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত