ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মহারাজা তেজচন্দ্রের তৈরি এই মন্দির পেরিয়েছে ২০০ বছর!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৫  
আপডেট :
 ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৪

মহারাজা তেজচন্দ্রের তৈরি এই মন্দির পেরিয়েছে ২০০ বছর!
নব কৈলাস মন্দির। ছবি: জি নিউজ

ভারতের বর্ধমানের অম্বিকা কালনায় ১৮০৯ সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর নব কৈলাস নামে এই মন্দির তৈরি করে দিয়েছিলেন। আজও, এই ২০০ বছর পরেও শিবরাত্রি উপলক্ষে এখানে ভিড় জমে।

ফ্রান্স থেকে আগত এক বিদেশি পর্যটক বলেন, এই শিবমন্দিরের আর্কিটেকচার দেখে তিনি মুগ্ধ। পূর্ব বর্ধমানের এই শিবমন্দির নব কৈলাস নামেও পরিচিত। রাজা তিলকচাঁদের মৃত্যুর পরে তার বিধবাপত্নী রানি বিষ্ণুকুমারী স্বপ্নে দেখেন যে, তিনি শিবমন্দির গড়ে দিচ্ছেন!

রানির স্বপ্ন সত্য করতে যথারীতি এই মন্দির তৈরি করা হয়। তৈরি করেন মহারাজা তেজচন্দ্র বাহাদুর। দুটি বৃত্তে মন্দিরগুলি গড়া হয়। বাইরের বড় বৃত্তটি তৈরি হয় ৭৪টি মন্দির দিয়ে।

এর ভেতরে থাকে একটি ছোট বৃত্ত যাতে আছে ৩৪টি মন্দির। জপমালায় ১০৮টি দানা থাকে। ১০৮ হিন্দুবিশ্বাসে পবিত্র সংখ্যা। তাই ১০৮টি শিবমন্দির তৈরি করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত