ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নির্বাচনী মাঠ থেকে ছিটকে গেলেন হেমা মালিনী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১১:২৯  
আপডেট :
 ২৩ মে ২০১৯, ১১:৩৫

নির্বাচনী মাঠ থেকে ছিটকে গেলেন হেমা মালিনী

ভোটের মাঠে প্রায় প্রতিদিনই নতুন নতুন চমক দেখিয়েছেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। এক এক কেন্দ্রে এক এক রকম চমক। কোথাও হেলিকপ্টারে আবার কোথাও কাস্তে হাতে গমক্ষেতে।

মথুরাতেও দেখিয়েছেন নতুন চমক। এসব চমকের উদ্দেশ্য একটাই, ওরা যেন বোঝে হেমা তাদেরই লোক। ভোটের এ মোহিনী প্রচারে রীতিমতো ট্রাক্টরে চালকের আসনেও উঠে বসেছিলেন তিনি।

কিন্তু নির্বাচনী মাঠে ভোটারদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন হেমা মালিনী। বিজেপি দলের প্রার্থী হয়ে উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছেন তিনি।

বৃহস্পতিবার ভারতের ভোট গণনার বেসরকারি ফলাফলে পিছিয়ে আছেন হেমা। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাষ্ট্রীয় লোক দল থেকে কুনওয়ার নরেন্দ্র সিং তাকে ধরাশায়ী করেছেন। খবর আনন্দবাজার ও এনডিটিভির।

উত্তরপ্রদেশের মোট ৮০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫৫টি। অপরদিকে বিএসপি, এসপি এবং আরএলডি জোট পেয়েছে ২৩টি আসন। কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র ২টি আসন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত