ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ছাত্রী হেনস্তা ঠেকাতে পুরুষ শিক্ষক নিয়োগ বন্ধ

ছাত্রী হেনস্তা ঠেকাতে পুরুষ শিক্ষক নিয়োগ বন্ধ

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী হেনস্তার ঘটনা রুখতে আজব উপায় বের করলেন ভারতের রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোতাসরা। রাজ্যে মেয়েদের সব স্কুল থেকে ৫০ বছরের কম বয়সী শিক্ষকদের সরানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি।

সেখানে শুধু শিক্ষিকারাই পড়াবেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে সে রাজ্যের শিক্ষা মহলে। তার এই পদক্ষেপকে অপরিণত ও পশ্চাৎমুখী বলে কটাক্ষ করেছে বিরোধীরা।

সম্প্রতি রাজস্থানের শ্রীগঙ্গানগরসহ বেশ কিছু এলাকার স্কুলে ছাত্রী নিগ্রহের অভিযোগ উঠছিল। প্রতিটি ক্ষেত্রেই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তার পরই বিষয়টি নিয়ে ‘চিন্তাভাবনা’ শুরু হয় বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে। শিগগির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান রাজ্যের শিক্ষামন্ত্রী।

সোমবার রাজস্থানের ঝুনঝুনু জেলার মণ্ডাবায় উপনির্বাচন। গত শুক্রবার সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন গোবিন্দ সিং। তিনি জানান, মেয়েদের স্কুলে মূলত শিক্ষিকা নিয়োগেই জোর দেওয়া হবে। তাতে না কুলোলে পঞ্চাশোর্ধ্ব পুরুষ শিক্ষক নিয়োগের কথা ভাবা হবে। মন্ত্রীর এই যুক্তি ইতোমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • পঠিত