প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৪
আপিল বিভাগের ক্ষোভ প্রকাশ
বিনা পরোয়ানায় ৫৪ ধারায় গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের রায় ১৬ বছরেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ। আদালত বলেন, তাহলে রায় দিয়ে লাভ কি? এটা কি আইওয়াশ?
|আরো খবর
৫৪ ধারা নিয়ে করা রিভিউ শুনানিতে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানীতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি নেতৃত্ব ৬ সদস্যেরর আপিল বেঞ্চ এমন মন্তব্য করেন।
আদালত বলেন, ৫৪ ধারায় গ্রেপ্তারতো আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে? আত্নীয়স্বজনদের ক্ষেত্রেও হতে পারে। ডিসএপিয়ারেন্স (গুম) হয়ে গেলো, ৫ বছর তার কোন খবর নাই? এর দায় দায়িত্ব কে নিবে? রাষ্ট্র নিবে?
রাষ্ট্রপক্ষকে আদালত বলেন, এই রায় পুরোটা রিভিউ হবে না। কোন কোন ক্ষেত্রে আপত্তি, তা সুর্নিদিষ্ট করে লিখিত দেন। ১৬ এপ্রিল ২০২০ পরবর্তী তারিখ ধার্য করা হলো।
আরএ