ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

চিনির পাত্র থেকে পিঁপড়া তাড়াবেন যেভাবে

  লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ১৬:৪৫

চিনির পাত্র থেকে পিঁপড়া তাড়াবেন যেভাবে
ফাইল ছবি

বাড়ির যেখানেই রাখা হোকনা কেন, দেখা যায় পিঁপড়া এসে চিনি বা গুড়ে ভাগ বসানোর চেষ্টা করে। এ থেকে পরিত্রাণ পেতে অনেকেই পলিথিনের প্যাকেটে মুড়ে সেটি কোনও শক্ত ঢাকনা-ওয়ালা পাত্রে রাখেন। কেউ আবার পিঁপড়ার হাত থেকে চিনিকে সুরক্ষিত রাখতে সেটি পাত্র সমেত ফ্রিজে রাখেন। কিন্তু এভাবে সংরক্ষণ বেশ কষ্টসাধ্য।

চলুন একনজরে বেশ কিছু সহজ উপায় দেখে নেই যার মাধ্যমে আমরা সহজেই মিষ্টি জাতীয় উপাদানগুলো সংরক্ষণ করতে পারি-

লেবুর খোসা

চিনি বা খাবারের গন্ধ যেমন পিঁপড়াকে আকৃষ্ঠ করে, তেমনই কিছু গন্ধ এমনও রয়েছে যেগুলি পিঁপড়ারা মোটেই সহ্য করতে পারে না। যেমন, লেবুর খোসা। এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২-৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

তেজপাতা

চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজপাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

দারুচিনি

দারুচিনির গন্ধ পিঁপড়ারা মোটেই সহ্য করতে পারে না। তাই মাঝারি মাপের দু’-একটা দারুচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারুচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

লবঙ্গ

চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গর গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত