ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রহস্যঘেরা স্টোনহেঞ্জ

  ফিচার ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ১৬:৪৩

রহস্যঘেরা স্টোনহেঞ্জ
ছবি: সংগৃহীত

রহস্যেঘেরা এক কীর্তি স্টোনহেঞ্জ। এটি অন্তত চার হাজার বছর আগে বানানো হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডের সেলিসব্যারি নামক স্থানে অবস্থিত স্টোনহেঞ্জ। এটি একটি স্মৃতিস্তম্ভ বা ওই জাতীয় কিছু।

স্টোনহেঞ্জ কেন বানানো হয়েছিলো আজো তা জানা যায়নি। আর এ না জানাই স্টোনহেঞ্জকে আরো রহস্যময় করে তুলেছে। কয়েক খণ্ড পাথরই স্টোনহেঞ্জকে বিশেষ সজ্জাবিন্যাসের মাধ্যমে পৃথিবী বিখ্যাত এক আশ্চর্যে পরিণত করেছে।

ওয়ীল্টসিয়ারের প্রায় ৮ মাইল উত্তরে সেলিবরিওতে এর অবস্থান। প্রতি বছর এটি প্রায় ১০ লাখ দর্শনার্থীকে আকর্ষণ করে। প্রায় ৪০০০ বছর পূর্বের এক প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ। বছরের পর বছর সংস্কার কাজ চালানো ফলে আজো এর ঐতিহ্য সমুন্নত।

প্রত্নতাত্ত্বিকেরা, ইতিহাসবেত্তারা যুগের পর যুগ এর নির্মাণ উদ্দেশ্য নিয়ে গবেষণা করে আসছে। তাদের অনেকের ধারণা মারলিন নামের একজন এর নির্মাতা। মধ্যযুগীয় সময়কার স্বদেশের বিরুব্দে সেকজন যখন জোরপূর্বক ক্ষমতা দখল করতে চেষ্টা করে তখন যারা স্বদেশের জন্যে শহীদ হয় তদের স্মৃতিস্তম্ভ হিসেবে এটি নির্মিত। আবার অনেকের ধারণা এটি বুদ্ধিজীবীদের সমাধিস্থল।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> ‘পুমা পুংকু’ এক বিস্ময়

> হারিয়ে যাওয়া রহস্যময় সভ্যতা

> ব্যাবিলনের শূন্য উদ্যান

> গিজার পিরামিড এক ‘অচেনা রহস্য’

  • সর্বশেষ
  • পঠিত