ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করুন মোগলাই পরোটা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২১, ১৬:২৭  
আপডেট :
 ২৭ মার্চ ২০২১, ১৬:৩৭

ঝটপট তৈরি করুন মোগলাই পরোটা
ফাইল ছবি

অনেকেই পরিবারের সাথে বসে বিকেলের নাস্তায় মোগলাই পরোটা খেতে পছন্দ করেন। তবে বেশিরভাগ সময়ই হাটেল থেকে মোগলাই কিনে খাওয়া হয়। এটি বিকেলের নাস্তায় সুস্বাদু একটি খাবার। কিন্তু আপনি চাইলে কিছুটা সময় হাতে নিয়েই ঘরে বসেই তৈরি করে নিতে পারেন মোগলাই পরোটা। জেনে নিন স্বাস্থ্যকর উপায়ে কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন এই মজাদার নাস্তা।

উপকরণ

১. ময়দা ২কাপ

২. গমের আটা ১কাপ

৩. ডিম ৩টি

৪. পেঁয়াজ ২টি

৫. পরিমাণ মতো লবণ

৬. কাচা মরিচ ৩টি

৭. তেল ২কাপ

৮. ভেজিটেবল অয়েল ২ টেবিল চামচ

৯. ধনে পাতা আধা কাপ

১০. প্রয়োজন মতো পানি

প্রণালী

প্রথমে ডো তৈরি করা জন্য ময়দা ও আটার সঙ্গে পরিমাণ মতো লবণ ও সামান্য পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ডো তৈরি হলে ২ টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে পুনরায় মাখিয়ে একটি ভেজা কাপড় দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। একটি বাটিতে ডিম ৩টি ফেটিয়ে তার মধ্যে পেঁয়াজ, মরিচ ও ধনে পাতা কুচি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ডো থেকে রুটি বানিয়ে নিন। চাইলে রুটির ন্যায় গোল অথবা পরোটার ন্যায় চারকোণা শেপও দিতে পারেন। রুটি বেলে নিয়ে একটির উপর ডিমের মিশ্রণের আস্তরণ দিয়ে অন্য আরেকটি রুটি উপরে দিতে হবে। রুটির চারপাশ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটে দিতে হবে যেন ডিমের মিশ্রণ বেরিয়ে না যায়। এবার ডিপ ফ্রাই প্যানের মধ্যে ২ কাপ তেল গরম করে অল্প আঁচে পরোটা ভেজে নিতে হবে। ডুবন্ত তেলে পরোটা ৫ থেকে ৭ মিনিট ভেজে যখন এটি ফুলে উঠবে ও মচমচে হবে তখন প্যান থেকে উঠিয়ে টিস্যু পেপারের উপর রেখে দিন। এবার টমেটো সস ও কোমল পানীয় দিয়ে পরিবেশন করুন।

বাংলাদেশ জার্নাল/এনআর

  • সর্বশেষ
  • পঠিত