ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সেহরিতে মুগ ডাল দিয়ে মুরগির মাংস ভুনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ১৯:৪৪  
আপডেট :
 ১৩ এপ্রিল ২০২১, ১৯:৪৮

সেহরিতে মুগ ডাল দিয়ে মুরগির মাংস ভুনা

কাল থেকে পবিত্র মাহে রমজান। এবার রোজায় চলবে লকডাউন, তাই সবারই বাজার করা নিয়ে একটু ঝামেলা পোহাতে হচ্ছে। তার সঙ্গে বাসার রাঁধুনিদেরও পোহাতে হচ্ছে রান্না নিয়ে ঝামেলা। সেহরিতে কী রান্না করা যায়, ইফতারে কী রান্না করা যায়—এ নিয়ে হাজার চিন্তা। ঠিক তাঁদের চিন্তা দূর করতে বাংলাদেশ জার্নালের আজকের রেসিপিতে থাকছে সেহরিতে মুগ ডাল দিয়ে মুরগির মাংস ভুনা।

আমাদের সবার বাসায় কমবেশি মুরগির মাংস আর ডাল থাকে। তাই খুব সহজেই এই রান্নাটি করা যায়। আর এতে নতুনত্ব আসবে মুরগির মাংসের রান্নায়, ভিন্নতা আসবে স্বাদে, চলুন জেনে নেয়া যাক কিভাবে রান্না করবেন এই মজার রেসিপিটি—

যা যা লাগছে

• মুরগির মাংস- ১ টি

• মুগ ডাল— দেড় কাপ

• পেঁয়াজ কুচি— হাফ কাপ

• আস্ত জিরা— হাফ চা চামচ

• কাঁচামরিচ— চারটি

• আদা বাটা— দুই চা চামচ

• রসুন বাটা— দুই চা চামচ

• ধনে গুঁড়া— দুই চা চামচ

• জিরা গুঁড়া— দুই চা চামচ

• মরিচ গুঁড়া— দুই চা চামচ

• হলুদ গুঁড়া— দুই চা চামচ

• লবণ— স্বাদমতো

• তেল— পরিমাণমতো

• তেজপাতা— দুটি

• দারুচিনি— দুটি

• সাদা এলাচ— দুটি

যেভাবে রান্না করবেন

শুরুতে একটি পাত্রে হাফ সেদ্ধ করে নিন ডাল। এখন মুরগির মাংসের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিন। ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ ও আস্ত জিরা দিয়ে দিন। ভাজা হলে তাতে মুরগির মাংস দিন। এবার আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ ও লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তাতে পানি দিয়ে মিনিট দশেক রান্না করুন। এরপর তাতে ডাল দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। ঘন হয়ে এলে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মুগ ডাল দিয়ে মুরগির মাংস ভুনা।

বাংলাদেশ জার্নাল/এনআর

  • সর্বশেষ
  • পঠিত