ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

প্রতিদিন দাড়ি কামানো কি ভালো অভ্যাস?

  জীবন-শিল্প ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২১, ১৫:৩২

প্রতিদিন দাড়ি কামানো কি ভালো অভ্যাস?
সংগৃহীত ছবি।

অনেক পুরুষই প্রতিদিন দাড়ি কামান। সেটা কর্মক্ষেত্রের প্রয়োজনে হোক, অথবা ব্যক্তিগত পছন্দেই হোক। অনেকেরই অভ্যাস প্রতিদিন দাড়ি কামানোর।

‘হেল্থলাইন’ জার্নালে প্রকাশিত হয় এই বিষয়ে ত্বক বিশেষজ্ঞদের মতামত। তাদের বেশির ভাগেরই মত, প্রতিদিন দাড়ি ছাড়া পরিষ্কার চেহারা দেখতে যতই ভালো লাগুক না কেন, আসলে এটি ত্বকের জন্য মোটেই ভালো নয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দাড়ি কামালে, লোমকূপের গোড়াগুলো উন্মুক্ত হয়ে যায়। ফলে সেখানে বিভিন্ন জীবাণু বাসা বাঁধে, সংক্রমণ ঘটায়। দাড়ি না কামালে ক্রমশ উন্মুক্ত গোড়াগুলো বন্ধ হয়ে আসে এবং জীবাণুগুলোও মরে যায়। কিন্তু প্রতিদিন দাড়ি কামালে গোড়াগুলো বন্ধ হতে পারে না। সংক্রমণ বাড়তে থাকে।

চিকিৎসকদের দাবি, ত্বকের সাধারণ সংক্রমণের ফলে হতেই পারে। ত্বক লাল হয়ে যায়। চুলকানি বাড়তে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে তা বড় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

এ সমস্যা থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শ ১-২ দিন অন্তর দাড়ি কামান। কামানোর আগের রাতে ত্বকে অল্প ক্রিম লাগাতে পারেন। কামানোর সময় ভালো করে জেল বা শেভিং ক্রিম মাখিয়ে নিতে পারেন। এতে সংক্রমণের আশঙ্কা কিছুটা কমে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ জার্নাল/এফএম/এমএস

  • সর্বশেষ
  • পঠিত