যে শাড়ি পরা যাবে, আবার খেয়ে পেটও ভরবে
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ১৫:৩২ আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬:০৮

আপনি শাড়ি পরে বেড়াতে গেলেন হঠাৎ রাস্তায় খিদে পেয়ে গেল। এ অবস্থায় আপনার খিদে হ্রাস করতে পারে আপনার পড়নের শাড়িই। অবাক হলেও এটাই সত্যি। আর এমন শাড়িই তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের কেরালার শিল্পী আনা এলিজাবেথ জর্জ।
|আরো খবর
মজার ব্যাপার হলো, এ শাড়ি পড়া তো যাবেই সেইসঙ্গে খেয়ে পেটও ভরাতে পারবেন। আনার তৈরি শাড়িটি প্রায় সাড়ে পাঁচ মিটার। ১০০টি স্টার্চের ওয়েফার কাগজ জোড়া লাগিয়ে ‘কাসাভু’ ডিজাইনের শাড়িটি তৈরি করেছেন তিনি। এ স্টার্চের ওয়েফার সাধারণত কেকে ব্যবহার হয়।
কেরালাতে ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি তৈরি হয়। একদিন তার মা ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি কিনে আনেন। তারপরই এমন ডিজাইনের শাড়ি তৈরির কথা মাথায় আসে তার।
ওই শিল্পী জানান, খেতে পারা যাবে এমন শাড়ি তৈরির ইচ্ছা হয় একটি রুমাল দেখে। আনার দাবি, ছোটবেলায় একজনকে এমন রুমাল তৈরি করতে দেখেছিলেন। তারপর থেকে ইচ্ছা মনে দানা বাঁধে। সেই ইচ্ছাপূরণই হল ওনাম উৎসবের সময়।
নিজেই ইনস্টাগ্রামে শাড়ির ভিডিও শেয়ার করেছেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই শাড়ি তৈরিতে খরচ হয়েছে মাত্র ৩০ হাজার টাকা।
বাংলাদেশ জার্নাল/এফএম/এমজে