ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ফটোস্টোরি: খালের ধারে কাশফুলের অপরূপ সৌন্দর্য

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ২০:২৮  
আপডেট :
 ১১ অক্টোবর ২০২১, ২০:৪৯

ফটোস্টোরি: খালের ধারে কাশফুলের অপরূপ সৌন্দর্য

শরতের কাশফুল দেখার জন্য নিশ্চয়ই মন উদগ্রীব হয়ে ওঠে। ঢাকার খুব নিকটেই কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আইন্তা সারিঘাটে আপনি খুঁজে পাবেন এই কাশবন। খালের ধার ঘেঁষেই অযত্নে বেড়ে উঠেছে প্রকৃতির অপার এই বিস্ময়কর ফুল। দিগন্তজোড়া শুভ্র কাশফুলের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। কাশফুলের নরম ছোঁয়ায় মনে প্রশান্তি আসে, সব ক্লান্তি দূর হয়ে যায়।

কাশফুল সাধারণত নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় বেড়ে ওঠে। তবে নদী ও খালের ধারেই এদের বেশি জন্মাতে দেখা যায়। অনেকেই এখন কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে চাইলেও কোথায় যাবেন তা ঠিক ভেবে পান না। বিকেলে হলে পরিবার নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসে সারি ঘাটের কাশফুলের সৌন্দর্য উপভোগের জন্য। আর ছুটির দিনে এখানে ভ্রমণপিপাসুদের ঢল নামে।

প্রিয়জনের সাথে কাশবনের পথ ধরে আপন মনে হেঁটে চলেছেন তারা

কাশবনের সৌন্দর্য উপভোগ করছেন তরুণী

কাশফুলের সৌন্দর্যে প্রিয়জনের সাথে সেলফি

স্মৃতি ধরে রাখতে মুঠোফোনে ক্যামেরাবন্দী

দূর-দূরান্ত থেকে পরিবার নিয়ে ছুটে আসেন কাশবনে

কাশবনের ভেতর ঘুরে বেড়াচ্ছেন তরুণ-তরুণীরা

খালের ধার দিয়ে নৌকায় ঘুড়ে কাশফুলের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা

  • সর্বশেষ
  • পঠিত