ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

তিল পটলের যুগলবন্দি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ২২:১০  
আপডেট :
 ১৬ এপ্রিল ২০২২, ২২:১৫

তিল পটলের যুগলবন্দি
ছবি : আনন্দবাজার পত্রিকা

নতুন প্রজন্মের কাছে নিরামিষ রান্না মানেই বড় ঝামেলার কাজ। উপকরণের আধিক্য এবং সময় বেশি লাগবে— এই জাতীয় নানা অজুহাতে অনেকেই নিরামিষ রান্না এড়িয়ে যান। এমন ধারণা কিন্তু একেবারেই ভুল। খুব সামান্য উপকরণ দিয়েও চটজলদি সুস্বাদু নিরামিষ পদ রান্না করে ফেলা যায়।

স্যালাডে অনেকে তিলের ব্যবহার করলেও রান্নায় তেমন একটা ব্যবহার করা হয় না। এ বার বানিয়ে ফেলুন তিল পটল। রইল প্রণালী।

উপকরণ

পটল: ৫০০ গ্রাম

সর্ষের তেল: ৫০ গ্রাম

কাঁচামরিচ বাটা: ২ টেবিল চামচ

সাদা তিল বাটা: ৫ টেবিল চামচ

চারমগজ বাটা: ১ চামচ

টক দই: ৪ চামচ

হলুদ গুঁড়া: ১ চামচ

লবন ও চিনি: স্বাদ মতো

প্রণালী

মাঝারি মাপের পটল নিয়ে ভাল করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। টুকরো করার প্রয়োজন নেই। কড়াইতে তেল গরম করে পটলগুলি লবন, হলুদ মাখিয়ে ভাল করে ভেজে নিন। পটল ভাজা হয়ে গেলে কাঁচামরিচ বাটা দিয়ে সামান্য নাড়াচড়া করে নিন। একটি বাটিতে সাদা তিল বাটা, চারমগজ বাটা ও দই নিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি কড়াইতে দিয়ে ভাল করে কষিয়ে নিন। তিলের কাচা গন্ধ চলে গেলে সামান্য পানি দিয়ে দিন। পরিমাণ মতো লবন ও চিনি দিয়ে নাড়াচড়া করে ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত