ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ফ্যাশন দুনিয়ায় বার্গার কানের দুল!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ১২:২০  
আপডেট :
 ৩০ এপ্রিল ২০২২, ১২:২৫

ফ্যাশন দুনিয়ায় বার্গার কানের দুল!
ছবি: সংগৃহীত

আজকাল ফ্যাশনে যোগ হচ্ছে অভিনবত্ব। পায়ের জুতা থেকে শুরু করে কানের দুল অনেক কিছুই এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন খাবারের আদলে। চেন্নাইয়ের এক শিল্পী বানান এমন সব গয়না। যেগুলো কখনও বার্গার, কখনও বা অন্য কোনো খাবারের আকারে বানিয়ে থাকেন তিনি।

চেন্নাইয়ের ওই শিল্পীর নাম শিল্পা মিঠা। গত এগারো বছর ধরে কানে বার্গার, পিৎজা ঝোলানোর কাজ করছেন তিনি। মাটি দিয়ে এসব গয়না বানান শিল্পা।

এই শিল্পী জানান, তিনি প্রথম দুলটি বানিয়েছিলেন বার্গারের আকারে। শিল্পা বলেন, ‘হঠাৎ এক দিন মনে হয়, বার্গার বানিয়ে দেখি। বার্গারের অনেকগুলো স্তর থাকে। তা বানাতে বেশ মজা লাগছিল।’

তারপর তিনি কখনও পিৎজা বানিয়েছেন কানের দুলের জন্য। কখনও বা আবার বিরিয়ানির প্লেটের আকারে গলার লকেট বানিয়েছেন।

শিল্পা জানান, সাধারণত প্রথম দিকে এক-একটি বার্গার দুল বানাতে তার মিনিট দশ লাগত। এখন আরও সূক্ষ্ম কাজ করেন। তাই ২০ মিনিট লাগে।

শিল্পার বানানো এসব দুল-লকেট বেশ ছোট ছোট। এক-একটি গয়না ১০ গ্রামের চেয়ে বেশি ভারী হয় না। আকারে ১.৭৫ ইঞ্চি থেকে ২.৫ ইঞ্চির মধ্যে হয়। সব ক’টিতেই থাকে নিপুণ হাতের ছোঁয়া।

এখন অবশ্য শুধু গয়না বানান না। বিভিন্ন ধরনের খাবারের আকারে ম্যাগনেটও বানান। স্যান্ডউইচ, কাপকেক, ক্রসো সবই থাকে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত