ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ভাতের মাড়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২২, ১৬:০৫

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ভাতের মাড়
ছবি: সংগৃহীত

ত্বকের কোমলীয়তা, উজ্জ্বলতা ও চাকচিক্য কমে গেছে? ত্বক হয়ে পড়েছে রুক্ষ ও শুষ্ক? পার্লারে যাওয়ার সময় হয়ে উঠছে না? নানা পদ্ধতি অবলম্বন করেও ত্বকের জেল্লা ফেরাতে ব্যর্থ হচ্ছেন? তবে এখন নেই আর কোন দুশিন্তা। ভাতের মাড় করবে আপনার দুশ্চিন্তার সব সমাধান। ভাতের মাড় ফেলে না দিয়ে কাজে লাগান রূপচর্চায়।

আসুন জেনে নেই এর ব্যবহারের কৌশলগুলো-

পদ্ধতি-১ ২ টেবিল চামচ ভাতের মাড়ের সঙ্গে এক টেবিল চামচ বেসন দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন ফেস প্যাক। এ ফেস প্যাক সারামুখে মেখে ১৫ মিনিট রেখে দিন। শুঁকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এ প্যাক ত্বকের রোদের পোড়াভাব দূর করতে সাহায্য করে।

পদ্ধতি-২ ২ টেবিল চামচ ভাতের মাড়ের সাথে ১ টেবিল চামচ মধু, অথবা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। ফেশওয়াশের বিকল্প হিসেবে এই প্যাক বেশ কার্যকরী। সেই সাথে এটি ত্বকে মসৃণ ও কোমল রাখতে সাহায্য করবে।

পদ্ধতি-৩ ১ টেবিল চামচ ভাতের সাথে ২ চা চামচ কোকো পাউডার মিশিয়ে ব্যবহার করতে পারেন ফেস প্যাক হিসেবে। ভালো উপকার পেতে এই প্যাক অন্তত সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। প্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালোভাবে মিনিট স্ক্রাবিং করে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে কোমল রাখতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করবে।

বাংলাদেশ জার্নাল/এএস/টিটি

  • সর্বশেষ
  • পঠিত