ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

রূপচর্চায় চন্দনের আভিজাত্য

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৬:১৭  
আপডেট :
 ২৭ জুন ২০২২, ১৬:৩৪

রূপচর্চায় চন্দনের আভিজাত্য

ত্বকের যত্নে আমরা বেশ চিন্তিত থাকি। চিন্তিত থাকি কিভাবে ত্বকের হারানো প্রাণ ফিরিয়ে আনা যায়। তবে ত্বকের হারানো সজিবতা ফিরে পেতে রূপচর্চায় চন্দন হতে পারে আপনার নতুন সঙ্গি।

আসুন জেনে নেই রূপচর্চায় চন্দনের ব্যবহার সম্পর্কে-

# শুষ্ক ত্বকের জন্য চন্দনের সাথে ব্যবহার করতে পারেন মধু কিংবা দুধ। সব উপকরণ একত্রে মিশিয়ে ব্যবহার করতে পারেন প্যাক হিসেবে। এতে ত্বক হবে টানটান এবং দাগ মুক্ত।

# তৈলাক্ত ত্বক এর জন্য চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

# নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের সাথে হলুদ, টক দই অথবা দুধের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুঁকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহারে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন খুব দ্রুতই।

# মুখের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে চন্দনের সাথে টমেটোর রস এবং মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন।

# ত্বকে রোদের পোড়াভাব অথবা ছাপ কমাতে এক চামচ চন্দন পাউডারের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল ব্যবহার করুন নিয়মিত। এই প্যাক ব্রনের জন্য বেশ উপকারি। খুব দ্রুতই এই প্যাক আপনার ত্বকের পোড়া ভাব কমিয়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এবং ত্বক হয়ে উঠবে নরম এবং কোমল।

বাংলাদেশ জার্নাল/এএস/এমএম

  • সর্বশেষ
  • পঠিত