ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

কাশ্মীরি মাটন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২২, ১৬:৪৩  
আপডেট :
 ০১ জুলাই ২০২২, ১৬:৪৬

কাশ্মীরি মাটন
ছবি: আনন্দবাজার

বাড়িতে একঘেয়ে পদ্ধতিতে মাংস রান্নায় খানিক পরিবর্তন আনতে পারেন। আলু দিয়ে পাতলা ঝোলের বদলে বানিয়ে নিতে পারেন কাশ্মীরি মাটন। রইল প্রণালী। খাসির মাংস খাওয়ায় বিধিনিষেধ থাকলে একই পদ্ধতিতে মুরগির মাংসও রান্না করতে পারেন।

উপকরণ

খাসির মাংস: ৫০০ গ্রাম

পানি ঝরানো টক দই: এক কাপ

পেঁয়াজ কুচি: এক চা চামচ

সরিষার তেল: আধ কাপ

চিনি: এক চা চামচ

লবন: স্বাদ মতো

তেজপাতা: দু’টি

রসুন: দশ কোয়া

মৌরি: এক চা চামচ

হিং: সামান্য

নারকেল কোরা: চার টেবিল চামচ

দুধ: সামান্য

জিরা: এক চা চামচ

প্রণালী

খাসির মাংস ভাল করে ধুয়ে তাতে লবন ও দই মাখিয়ে ঘণ্টা খানেক রেখে দিন।

এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা ও হিং ফোড়ন দিন। খানিক নেড়ে নিয়ে চিনি ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। লাল হয়ে এলে দই মাখানো মাংস দিয়ে অল্প কষে নিন।

মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ পানি দিয়ে গোটা রান্নাটি প্রেশার কুকারে দিয়ে দিন। দুটো সিটি পড়লেই প্রেশার থেকে নামিয়ে নিন। নামানোর সঙ্গে সঙ্গেই প্রেশারের ঢাকনা খুলবেন না। কিছুক্ষণ ভাপে রাখলে মাংস আরও ভাল করে সেদ্ধ হয়ে যাবে।

এ বার মাংসটি আবার কড়াইয়ে ঢেলে অন্যান্য মশলাগুলি মিশিয়ে ভাল করে কষিয়ে নামিয়ে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাশ্মীরি মটন।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত