ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

গরুর মাংস দ্রুত সেদ্ধ করার উপায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ১৪:৩৩

গরুর মাংস দ্রুত সেদ্ধ করার উপায়

চলে এসেছে কোরবানির ঈদ। ঈদে মেহমানের আপ্যায়নে হরেক রকম গরুর মাংসের আইটেম সচরাচর খাবারের তালিকায় থেকে থাকে। অনেক সময় গরুর মাংস সেদ্ধ হতে বেশি সময় লেগে যায়।

তবে কিছু পদ্ধতি অবলম্বন করেই আপনি খুবই দ্রুত গরুর মাংস সেদ্ধ করে নিতে পারেন। এতে করে সময় বাঁচবে এবং আপনি ঈদের দিন কম সময়ে হরেক রকম গরুর মাংসের আইটেম খাবারের তালিকায় রাখতে পারবেন।

আসুন জেনে নেই এর উপায় গুলো কি কি-

১। মাংস রান্নার সময় সামান্য সাদা সিরকা মিশিয়ে দিতে পারেন। এতে করে খুবই দ্রুত মাংস সেদ্ধ হয়ে যায়।

২। রান্নার আগে সিরকা দিয়ে মাংস ১৫ মিনিট মেরিনেট করে রেখে ধুয়ে রান্না । এতে করেও গরুর মাংস দ্রুত সেদ্ধ হবে।

৩। গরুর মাংস রান্নার সময় চিনি দিলে মাংস দ্রুত সেদ্ধ হয়। তাই রান্না বসানোর ১০ মিনিট পর সামান্য চিনি ব্যবহার করতে পারেন। এতে করে দ্রুত মাংস সিদ্ধ হবে। এছাড়াও রান্নায় ঝাল অথবা মশলা বেশি হয়ে গেলে চিনি তা কমাতে সাহায্য করে।

৪। মাংস সব সময় ঢেকে রান্না করুন। এতে করে খুব তাড়াতাড়ি মাংস রান্না হয়।

৫। মাংস দ্রুত সেদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হলো কাঁচা পেঁপে। মাংস রান্না করার সময় কয়েক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিতে পারেন।

৬। মাংস রান্নার পূর্বে টক দই অথবা কাঁচা পেঁপের বাটা দিয়ে মেরিনেট করে রাখলে রান্নার সময় গরুর মাংস খুব সহজেই সেদ্ধ হয়ে যায়।

বাংলাদেশ জার্নাল/এএস/কেএ

  • সর্বশেষ
  • পঠিত