ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী জাফরান
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ১৬:৪৬

দিন দিন হারিয়ে যাচ্ছে ত্বকের উজ্জ্বলতা? তাহলে আমাদের আজকের আয়োজন আপনার জন্য! ত্বকের যত্নের জন্য আমরা কতো কিছুই না করে থাকি। নানান রকম প্রসাধনী ব্যবহার করি যা আমাদের ত্বক কে আরও ক্ষতির মুখে ফেলে দেয়। তবে ত্বক কে ক্ষতির হাত থেকে রক্ষা করে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনবে জাফরান।
|আরো খবর
প্রতিদিন এক গ্লাস দুধের সাথে জাফরান মিশিয়ে অথবা মধুর সাথে জাফরান মিশিয়ে খেতে পারেন যা আপনার স্কিনকে ব্রাইট হতে সাহায্য করবে।
শুধু তাই নয়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি স্কিন সুন্দর রাখতে এবং ত্বকের বলিরেখা এবং রোদে পোড়া কালো দাগ দূর করতে জাফরান অত্যন্ত কার্যকরী।
ত্বকের যত্নের পাশাপাশি রোগ নিরাময়ে সাহায্য করে জাফরান। প্রশ্বাসের নানা ধরনের সমস্যা, হজমের সমস্যা, অ্যাসিডিটির এবং ঘুমের সমস্যা দূর করে জাফরান। এছাড়া জাফরান দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
বাংলাদেশ জার্নাল/এএস/এমএম