ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

সুস্বাদু গাজরের হালুয়া

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ১৫:৫৬

সুস্বাদু গাজরের হালুয়া
সুস্বাদু গাজরের হালুয়া। ফাইল ছবি।

পুষ্টিগুণে ভরপুর গাজর। কাঁচা গাজর খাওয়ার রয়েছে বেশ উপকারিতা। স্বাস্থ্যের জন্য বেশ কার্যকরী। ছোট শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য খাবারের তালিকায় রাখুন নিয়মিত গাজর। তবে অনেক সময় গাজর শিশুরা খেতে চায় না। তাই গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন আপনার শিশুর জন্য। এটি খেতে বেশ মজাদার এবং স্বাস্থ্যসম্মত।

আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালি-

গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে ১ কেজি গাজর ভালো করে ধুয়ে গ্রেট করে নিন। একটি পাত্রে হাফ লিটার দুধ ঘন করে জাল করে নিন। দুধের মধ্যে ৪-৫ টা করে এলাচ এবং দারচিনি দিয়ে দিন।

একটি প্যানে ঘি গরম করে গ্রেট করা গাজর দিয়ে হালকা আঁচে ভাজুন। ভাঁজা হয়ে গেলে ৫-৬ চামচ চিনি এবং ঘন করে রাখা দুধ এর মধ্যে দিয়ে দিন। এখন অনবরত নাড়তে থাকুন। চিনির পরিমাণ টা আপনার আদ অনুযায়ী কম বেশি দিতে পারেন।

ঘন হয়ে আসলে উপড়ে বাদাম কুঁচি ছড়িয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার এবং সুস্বাদু গাজরের হালুয়া।

বাংলাদেশ জার্নাল/এএস/এমএম

  • সর্বশেষ
  • পঠিত