ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রান্না ঘরের যে ৪ উপাদান ব্যবহার হয় রুপচর্চায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ১৪:১১  
আপডেট :
 ১৭ অক্টোবর ২০২২, ১৪:১৩

রান্না ঘরের যে ৪ উপাদান ব্যবহার হয় রুপচর্চায়
রান্না ঘরের যে ৪ উপাদান ব্যবহার হয় রুপচর্চায় । ছবি : সংগৃহীত

রুপচর্চার জন্য আমরা বাহিরের নানান রকম প্রসাধনী কিনে ব্যবহার করে থাকি। অনেক সময় সঠিক প্রোডাক্ট না কিনলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। তবে ঘরোয়া উপায়ে রুপচর্চার মধ্যে কোন ক্ষতি নেই এবং ত্বক রাখবে সুন্দর এবং সতেজ। আপনার রান্না ঘরে এমন চারটি উপাদান যার মাধ্যমে পার্লারের ঝামেলা ছাড়াই নিতে পারেন ত্বকের যত্ন।

আসুন জেনে নেয়া যাক কি কি উপাদান আপনি ব্যবহার করতে পারেন রুপচর্চায়-

# হলুদঃ কমবেশি প্রায় সবার ঘরেই হলুদ রয়েছে যা ত্বকের যত্নেও বেশ উপকারি। হলুদের গুড়া পানিতে মিশিয়ে পেষ্ট তৈরি করে ব্যবহার করলে পাবেন ত্বকে ইনস্ট্যান্ট গ্লো।

# দুধঃ ড্রাই স্কিনের জন্য দুধ বেশ উপকারি। ত্বকের মরা কোষ দূর করতে বেশ সাহায্য করে দুধ। কটন ফলের সাহায্যে নিয়মিত দুধ ত্বকে ব্যবহার করতে পারেন। এতে বেশ ভালো উপকার পাবেন।

#কফিঃ কফি খুব ভালো এক্সফ্লোয়েটর হিসেবে কাজ করে। এছাড়া ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে। কফির সাথে চিনি মিশিয়ে বডি স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন।

# বেসনঃ ন্যাচারাল ক্লিঞ্জার হিসেবে বেশ ভালো কাজ করে বেসন। বেসনের ফেস প্যাক নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বকের উজ্জলতা বৃদ্ধির পাশাপাশি ত্বকে একনের সমস্যা সমাধান করতে সাহায্য করে।

আরও পড়ুন: চুলের যত্নে আমলকির হেয়ার প্যাক

বাংলাদেশ জার্নাল/এএস/মনির

  • সর্বশেষ
  • পঠিত