ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

চকো ব্রাউনি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫২

চকো ব্রাউনি
ছবি: আনন্দবাজার

বাইরে থেকে চকোলেট না কিনে বাড়িতেই কিছু বানলে কেমন হয়? চটজলদি চকোলেটের কী বানানো যায়, ভাবছেন? দু’মিনিটে বানিয়ে ফেলুন চকোলেট ব্রাউনি! প্রিয়জনকে চমকে দিন নিজের হাতের জাদুতে। রইল রেসিপি।

উপকরণ

ময়দা: ৩ টেবিল চামচ

কোকো পাউডার: ৩ টেবিল চামচ

গলানো মাখন: ৩ টেবিল চামচ

দুধ: ২ টেবিল চামচ

চিনি: ২ টেবিল চামচ

ব্রাউন সুগার: ১ টেবিল চামচ

বেকিং পাউডার: আধ চা চামচ

লবন: এক চিমটি

আখরোটের কুচি: ২ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স: আধ চা চামচ

চকো চিপ্স: ১ চামচ

প্রণালী

একটি মাইক্রোওয়েভ আভেন প্রুফ কফি মগে দুধ, ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে নিন। এ বার তাতে একে একে ময়দা, কোকো পাউডার, চিনি, ব্রাউন সুগার, বেকিং পাউডার, লবন, আখরোট কুচি, চকো চিপ্স দিয়ে ভাল করে মিশিয়ে নিন। উপর থেকে আরও চকো চিপ্স ছরিয়ে দিন। ওভেনটি প্রি-হিট করার পর পর কফি মগটি আভেনে ফুল পাওয়ারে রেখে দু’মিনিট বেক করে নিন। ব্রাউনি তৈরি হয়ে গেলে আভেনেই এক মিনিট মগটি বসিয়ে রাখুন। মগ থেকে ব্রাউনি বের করে উপরে ভ্যানিলা আইসক্রিম আর চকোলেট সস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন চটজলদি এগলেস চকো মগ ব্রাউনি।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত